চালক গ্রেফতারঃ মৌলভীবাজারে ব্রিটিশ তরুণী হত্যাকাণ্ড

মৌলভীবাজারে ব্রিটিশ তরুণী হত্যাকাণ্ড: চালক গ্রেফতার



                মৌলভীবাজারে ব্রিটিশ পাসপোর্টধারী সেহলিনা তিলাত ইউনা (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সৈয়দ নিয়াজ আহমদ রাজু (২৮)। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদনও করেছে পুলিশ।


ঘটনার রাতে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন ইউনার ভাই মুহিবুর নূর রুম্মান। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। আসামি শনাক্ত না হলেও দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত হোতারা বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার আসামি ধরতে বিভিন্ন কৌশল ও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইউনা হত্যার ব্যাপারে তার পরিবারের কেউ মুখ খুলতে নারাজ ।
মামলার এজাহার সূত্র জানায়, ২০১০ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নগর (ঢাকা দক্ষিণ) গ্রামের  কলা মাস্টারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী জামিলুর রশিদের সঙ্গে বিয়ে হয় ব্রিটিশ নাগরিক ইউনার। গত ২৭ মে যুক্তরাজ্যে স্বামীকে রেখে দেশের বাড়ি মৌলভীবাজারে আসেন তিনি। কখনও থাকতো সে বাবার বাড়ি আবার কখনও নানার বাড়ি। নিজেই গাড়ি চালাতো ইউনা। মাঝে-মধ্যে ছেলে বন্ধুদের নিয়ে গাড়ি চালিয়ে ঘুরতে বেড়াতেন জেলার বিভিন্ন স্থানে। তার বন্ধুদের তালিকাও অনেক লম্বা। এতে জেলার র্শীষ অপরাধীরাও রয়েছে।

সর্বশেষ  শনিবার বিকেলে তার ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ-১২-২৬৪৪) প্রাইভেট কারটি নিজে চালিয়ে কোথায় যাচ্ছে কাউকে বলে যায়নি। সঙ্গে তার কেউ ছিলও না। শনিবার রাত ১১টা ১১ মিনিটে মডেল থানায় গোমড়া এলাকার এক ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি প্রাইভেট কারের ভেতর লাশ দেখে ফোনে সংবাদ দেন। পুলিশ গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ভ্যানিটি ব্যাগ, চেকবই,  ১২৫০ টাকা ও তিনটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, সন্দেহজনক চালককে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডও চাওয়া হয়েছে। সূত্রঃ primekhobor
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World