পরিত্যক্ত অবস্থায় সদ্য ভূমিষ্ট হওয়া ছেলে সন্তান জীবত উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় সদ্য ভূমিষ্ট হওয়া ছেলে সন্তান জীবত উদ্ধার



         সোমবার সন্ধ্যায় দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজে উত্তর গেইট সংলগ্ন পরিত্যক্ত অবস্থা থেকে সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতক (ছেলে সন্তান) জীবত উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা যায়, দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজে উত্তর গেইট সংলগ্ন সুবেদার রফিকুল ইসলামের টিনসেডের বাড়ি। ওই বাড়িতে একাই প্রভাষক নাঈমুল ইসলাম শুধু রাত্রিযাপন করেন। এছাড়া বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকে। সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকাধীন ছোটআলমপুরের মৃত তারু মেম্বারের ছেলে মোঃ সোহেল(২০) প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। এমন সময় সে দেখতে পায় পরিত্যক্ত অবস্থায় সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতক। পরে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং থানা পুলিশকে খবর দেয়। এদিকে, খোজঁ নিয়ে জানা গেছে সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার নবজাতকটি দেবিদ্বার উপজেলার কোন প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান বা নরমাল ডেলিভারীর মাধ্যমে ভূমিষ্ট হয়নি বলে কর্তৃপক্ষরা জানান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সৈয়দা নার্গিস আক্তার জানান, নবজাতকটি উদ্ধারের আনুমানিক ২-৩ঘন্টা পূর্বে জন্মগ্রহণ করেছে। বাচ্চাটি গর্ভবস্থায় মেয়াদকাল সর্বোচ্চ সাড়ে ৭মাস হবে। নবজাতকটিকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ আশংকামুক্ত কিনা তা তাৎক্ষণিক ভাবে বলা যাচ্ছে না।

ওই বাড়িতে বসবাসকারী প্রভাষক নাঈমুল ইসলাম কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, আমার মেয়ের সড়ক দুর্ঘটনায় অসুস্থ্য হওয়ায় আমি বিগত ৪দিন যাবত পরিবারের সাথে আছি। আমি আসার সময় বাড়িতে তালা মেরে এসেছি।

এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, নবজাতকটির সেবা দেওয়া হচ্ছে। তবে নবজাতকের গায়ে কটনরুল দ্বারা পেচাঁনো ও নাভিতে কর্ডক্লাম্প দ্বারা আটকানো দেখে বুঝা যাচ্ছে প্রসবের কাজটি কোন ডাক্তার বা নার্সের মাধ্যমে হয়েছে।
সূত্রঃ comillarbarta
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World