~~~ রূপচর্চায় তুলনাহীন কলা ~~~
খাবার হিসেবে কলা তুলনাহীন। নানা পুষ্টিগুণে ভরা এই ফলটি শরীরের জন্য খুবই উপকারী। রূপচর্চার উপকরণ হিসেবেও কলার জুড়ি নেই। ত্বক এবং চুলের যত্নে কলা ব্যবহার করতে পারেন অনায়াসে। ত্বক এবং চুলের চর্চায় কলা ব্যবহারের জন্য রইল কিছু টিপস -# ত্বকের যত্নে :
...
++ ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে চান? বাইরে থেকে ফিরে শুধু একটি পাকা কলা চটকে নিয়ে রোদে পোড়া জায়গাগুলোতে লাগান এবং হালকা মাসাজ করতে থাকুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
++ ত্বকচর্চার একটি গুরুত্বপূণ ধাপ হলো স্ক্রাবিং। দুটি মাঝারি আকারের পাকা কলা চটকে নিন। এর সাথে চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট হালকাভাবে মাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।
++ ত্বকের রুক্ষতা কাটাতে পাকা কলা, অলিভ অয়েল ও মধু একত্রে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
++ ত্বকের মলিনতা কাটাতে পাকা কলা, মধু ও লেবুর রস একত্রে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
++ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাকা কলার সাথে মিহিদানার চিনি মিশিয়ে ত্বকে লাগান এবং হালকাভাবে মাসাজ করুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
# চুলের যত্নে :
++ চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে একটি পাকা কলা চটকে নিয়ে এর সাথে এক টেবিল চামচ মধু ও তিন টেবিল চামচ অলিভ অয়েল একসাথে মিশিয়ে পুরো চুলে লাগান। ২০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
++ চুলের তেলতেলে ভাব কমাতে একটা পাকা কলা চটকে নিয়ে এর সাথে তিন টেবিল চামচ টক দই খুব ভালো মতো মিশিয়ে পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
++ খুশকি দূর করতে অর্ধেকটা পাকা কলা চটকে নিন। এর সাথে তিন টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি চুলের গোড়া ও মাথার ত্বকে লাগান। পুরো চুলে লাগাবেন না। ২০-২৫ পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
++ চুলের রুক্ষতা দূর করতে চাইলে একটি পাকা কলা চটকে নিয়ে তার সাথে পুরো একটি ডিম ও তিন টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন ও এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
++ চুলে হেনা করার সময় কলা ব্যবহার করলে চুল ঝরঝরে হয়। একটি পাকা কলা চটকে নিয়ে হেনা বা মেহেদীর সাথে ভালোভাবে ফেটিয়ে নিয়ে। এই মিশ্রণটি চুলে লাগিয়ে হেনা করার নিয়ম অনুযায়ী অপেক্ষা করুন। এরপর চুল ভালো মতো ধুয়ে ফেলুন।
Post a Comment