রোজায় ত্বক থাক ঠিকঠাক
রোজায় বিশেষ ডায়েটইফতারের সময় প্রচুর পানি খেতে হবে। হিসাব করে তিন লিটার পানি খান। এ সময় প্রতিদিন ইফতারে ফল খাওয়া জরুরি। আর বিশেষ করে পানীয়জাতীয় খাবার খান।
... ত্বকের যত্ন
স্বাভাবিক ত্বক
চন্দন বাটা ১ টেবিল চামচ, টমেটোর রস ১ চা চামচ, শসার রস ১ চা চামচ একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোজায় আপনার ত্বক থাকবে কোমল।
শুষ্ক ত্বক
পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, মধু ১ চা চামচ, ডিমের কুসুম ১টি একত্রে মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এ ছাড়া অ্যালোভেরা সিকি চা চামচ, টকদই ১ চা চামচ, আপেল এক টুকরা একসঙ্গে ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ডার্ক সার্কেল পড়লে
ডার্ক সার্কেল পড়লে মধুর সঙ্গে টমেটোর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
চোখের নিচের কালো দাগ
গমের অঙ্কুর, শসা, আলু পেস্ট করে চোখ বন্ধ করে দিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
মুখের দাগ
মুখে দাগ যদি ছোপ ছোপ হয় তাহলে ছাঁকা ময়দা আর মধু পানি দিয়ে ভালো করে মিশিয়ে প্যাকটা লাগান। শুকিয়ে গেলে অল্প পানি দিয়ে ভিজিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। এটা এক দিন পর পর করুন।
ত্বকে র্যাশ
কমলার খোসা বেটে এর সঙ্গে দুধের মালাই মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন আধঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ প্যাকটি অবশ্যই রাতে ঘুমানোর আগে লাগাবেন।
ঠোঁটের কমনীয়তায়
গোলাপের পাপড়ির রস মধু মিশিয়ে লাগালে ঠোঁটে পিংক টোন আসবে। গি্লসারিনের সঙ্গে পানি মিশিয়ে ব্যবহার করলেও ঠোঁট কোমল থাকবে।
Post a Comment