সুস্থ থাকতে এখনই বাদ দিন ৪ খাবার
সুস্থ থাকতে চান? পেতে চান কাঙ্ক্ষিত স্বাস্থ্য? তাহলে এখনোই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন চারটি খাবার- কোমল পানীয়, সাদা রুটি, দুগ্ধজাতীয় খাবার ও ফাস্টফুড।কোমল পানীয়: আপনি কি জানেন কোমল পানীয়তে কোনো ক্যালরিই থাকে না? কোমল পানীয় তৈরি হয় উচ্চমাত্রার ফুক্ট্রোস কর্ন সিরাপ দিয়ে। কোমল পানীয় কিন্তু আপনার ওজর বাড়াতে পারে। এছাড়া এটি খেলে বাড়তে পারে ডায়বেটিকস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি। তাই এখনোই না বলুন কোমল পানীয়কে।
সাদা রুটি: ময়দা দিয়ে তৈরি সাদা রুটি কিন্তু অস্বাস্থ্যকর! কারণ ময়দা তৈরির সময় গমের উপরের অংশ ফেলে দেয়া হয়। ফলে এর পুষ্টি গুণ কমে যায়। তাই সাদা আটার রুটির পরিবর্তে খান লাল আটার রুটি।
দুগ্ধ জাতীয় খাবার: দুধ ও দুগ্ধজাত খাবার অবশ্যই স্বাস্থ্যে জন্য ভালো। তবে, পূর্ণ ননিযুক্ত দুগ্ধজাত খাবার কলেস্টোরল বাড়িয়ে দেয়। এছাড়া শরীরে জমতে পারে অতিরিক্ত চর্বি। তাই বেছে নিন ননি ছাড়া দুগ্ধজাত খাবার। এটা আপনার পুষ্টির চাহিদাও পূরণ করবে, আর চর্বি ও কলেস্টোরল বাড়ানোর ঝুঁকিও থাকবে না।
ফাস্টফুড: একটা বার্গার বা চিকেন ফ্রাইয়ে যে পরিমান ক্যালরি থাকে, আপনার সারাদিনেও খাবারেও এত ক্যালরি থাকে না! আর এসব খাবারে উচ্চমাত্রার স্নেহ জাতীয় পদার্থ তো রয়েছেই। যা বাড়িয়ে দেয় আপনার ওজন। তাই আজই না বলুন ফাস্টফুডকে।
সুস্থ্য থাকতে বাদ দিন এসব খাবার। একটু কম খেয়ে যদি নিরোগ থাকা যায়, তাহলে ক্ষতি কি। সূত্র: ওয়েবসাইট।
Post a Comment