চুলের ভেষজ যত্ন:
চুলের যত্নে আছে হাজারো উপায়। যা ঘরে বসে ভেষজ উপাদান দিয়ে করতে পারেন। চুলের যত্নে ঘরোয়া কিছু সমাধান দেওয়া হলো।
লেবু
... এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পুর পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। তৈলাক্ত চুলের জন্য এই হেয়ার রিন্স খুব আদর্শ।
গাঁদা ফুল
তাজা বা শুকনো গাঁদা ফুল তিন কাপ গরম পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা করে ওই পানি ছেকে চুলে ব্যবহার করুন। তৈলাক্ত ও খুশকিপ্রবণ চুলের জন্য এই মিশ্রণ উপকারী।
চা
ব্যবহার করা চা পাতা চার-পাঁচ কাপ পানিতে আবার ফুটিয়ে নিন। চুল কতটা লম্বা তার ওপর চা পাতায় কতটা পানি দেবেন সেটা নির্ভর করবে। পানি ছেকে ঠাণ্ডা করে ওই পানি দিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। চা পাতার মধ্যে ট্যানিন নামক এক ধরনের উপাদান থাকে। ট্যানিন চুল চকচকে, সিল্কি ও মসৃণ করে। সব ধরনের চুলের জন্য এই হেয়ার রিন্স খুব উপকারী। চা পাতার পানিতে লেবুর রসও মেশাতে পারেন।
গোলাপ জল
আধা কাপ গোলাপ জলে একটি লেবুর রস এক মগ পানির সঙ্গে মিশিয়ে শ্যাম্পু করার পর রিন্স হিসেবে ব্যবহার করুন। চুল অনেকক্ষণ ভেজা বা ঘেমে গন্ধ হলে তা থাকবে না। মাথাও ঠাণ্ডা থাকবে।
আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।
Post a Comment