দুবাইয়ে এক ধর্ষিতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগ দায়ের করার পর নরওয়ের ওই নারীকে দেড়বছরের কারাদণ্ড দেয়া হয়। পুলিশ ওই নারীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, মদ্যপান এবং অসংযত আচরণের অভিযোগ দায়ের করে।
শনিবার বিবিসি'র খবরে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে নরওয়ের নাগরিক মার্টে ডেবোরাহ দালেলেভ এক বাণিজ্যিক সফরে দুবাই আসেন। সেখানে নির্যাতনের শিকার হন তিনি।
এরপর পুলিশের কাছে অভিযোগ জানান ডেবোরাহ।
২৪ বছর বয়স্ক ডেবোরাহ পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। তবে রায় শোনার পর তিনি জানান, এর বিরুদ্ধে আপিল করবেন। আগামী সেপ্টেম্বর মাসে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
এপি’র কাছে দেয়া এক সাক্ষাৎকারে ডেবোরাহ বলেন, “রায়ের ফলে আমি খুবই চিন্তিত এবং আতঙ্কিত। এই রায় খুবই কঠোর।” এই রায়ের বিরুদ্ধে নরওয়েভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
Related Topics: bangla news, live together, news, rape, scandal, সংবাদ
Post a Comment