তিন মোবাইল কোম্পানি ইন্টারনেটের দাম কমাচ্ছে

তিন মোবাইল কোম্পানি ইন্টারনেটের দাম কমাচ্ছে


   ইন্টারনেটের মূল্য কমাচ্ছে বাংলালিংক, রবি ও এয়ারটেল। চলতি মাসের শেষের দিকে এই সেবা কার্যকর করবে কোম্পানিগুলো।
কোমপানি সূত্র জানিয়েছে, ২৫ শতাংশ হারে মোবাইল ইন্টারনেটের মূল্য কমানোর একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে।
কোম্পানি সুত্র জানায়, তিন অপারেটরের নতুন দর অনুযায়ী জুলাইয়ের প্রথম দিন থেকে পি-১ প্যাকেজের ক্ষেত্রে গ্রাহকদের প্রতি কিলোবাইট ইন্টারনেটের মূল্য দুই পয়সার স্থলে সর্বোচ্চ দেড় পয়সা প্রতি মেগাবাইটের ২০ টাকার স্থলে ১৫ টাকা দিতে হবে।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি গ্রাহকরা প্রতি কিলোবাইট দশমিক এক পয়সা ও প্রতি মেগাবাইট এক টাকা, টেলিটকের টু-জি গ্রাহকরা প্রতি কিলোবাইট দশমিক দুই পয়সা ও প্রতি মেগাবাইট দুই টাকা এবং সিটিসেল গ্রাহকরা প্রতি কিলোবাইট ২ পয়সা ও প্রতি মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ২০ টাকায়।
রবি গ্রাহকদের জন্য সম্প্রতি ৫ মেগাবাইট ছয় টাকা, ২০ মেগাবাইট ২০ টাকা এবং ৪০০ মেগাবাইট ৫০ টাকায় দেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে ইন্টারনেটের মূল্য কমানোর দাবিতে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দুটি প্যাকেজের ২৫ শতাংশ হারে মূল্য কমানোর ঘোষণা গ্রাহকদের সঙ্গে অপারেটরগুলোর এক ধরনের ছলচাতুরী ছাড়া আর কিছু নয়।
আন্দোলনকারী জুলিয়াস চৌধুরী সাংবাদিকদের জানান, প্রতি মেগাবাইট দশ পয়সা ও প্রতি গিগাবাইট ১০ টাকা মূল্য নির্ধারণের জন্য বিটিআরসির কাছে দাবি জানানো হয়েছে। সূত্রঃ hello-today
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World