ছোটবেলার কিছু জিনিস আমাদের মিলে যায়...
১. রোযা না রাখলেও সেহরি খাওয়ার জন্য উঠতাম। ডাক না দিলে সকালে উঠে কান্নাকাটি করতাম।
২. দিনে দুইটা করে রোযা রাখতাম ভেঙ্গে ভেঙ্গে।
...
৩. ইফতারের টেবিলে সবার আগে গিয়ে বসতাম।
৪. ইফতারের টেবিলে বসে মুখ দিয়ে সাইরেনের আওয়াজ বের করতাম।
৫. ঈদের কাপড় লুকিয়ে রাখতাম। কাপড় কেউ দেখে ফেললে ঈদ এর মজাই নষ্ট হয়ে যেত।
৬. নতুন জুতা কিনে বিছানার উপরে হাঁটতাম।
...সময় খুব দ্রুত যায়। ছোটবেলা শুধু বলতাম বড় হব কবে;এখন মনে হয় বড় হলাম কেন ছোট থাকতেই ভালো ছিলাম। সময় একবার চলে গেলে কোনও দিনই ফেরত আসবেনা। প্রতিটা মুহূর্ত উপভোগ করুন নিজের মত করে।


Post a Comment