ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে


ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে




  কোনও-কোনও সময় এমন হয় যে, কোনও সাইবার ক্যাফের কম্পিউটার বা অন্য কারও কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুত্ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন বা কারও মোবাইল থেকে ফেসবুক লগইন করেছেন লগআউট করতে ভুলে গেছেন। এখন যে-কেউ ওই কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনার ফেসবুক আক্সেস করতে পারবে। এখন আপনি কী করবেন?


১. প্রথমে আপানার PC বা MOBILE থেকে ফেসবুকে লগইন করুন।
২. এবার Account Setting-এ যান।
৩. তারপর Security অপশনে Active Sessions-এ ক্লিক করুন
৪. এখন Current Session-এ আপনার চলতি চঈর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।
৫. এবার ওই আগের কম্পিউটার লগআউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগআউট হয়ে যাবে।
বি : দ্র: অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুকে লগইন করার সময় কখনোই ‘Keep me login’-এ ক্লিক করবেন না । আর, পাসওয়ার্ড ও সেভ করবেন না।
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World