কথা হয়নি রেশমার সহকর্মী এনামুলের মিররের সঙ্গে

‘মিররের সঙ্গে কথা হয়নি রেশমার সহকর্মী এনামুলের’

        রেশমার সহকর্মী এনামুল দাবি করেছেন তার সঙ্গে কোনো বিদেশি সাংবাদিকের দেখা বা কথা হয়নি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জানা যায়, আইএসপিআর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আর এতে বক্তব্য রাখার জন্য  এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়।

এনামুল জানান, বৃটিশ পত্রিকা মিররে তাকে নিয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা মিথ্যে ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক জাহিদুর রহমান জানান, সাভারের রানা প্লাজা ধসে এনামুল মেডিকেলে এক হাজার ৭০০ রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭০০ রোগীর নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। বাকি এক হাজার রোগীর নাম-ঠিকানা রেজিস্টারভুক্ত করা হয়নি। ভবন ধসের তিন দিন পর থেকে রোগীদের রেজিস্ট্রেশন শুরু হয়।

তিনি জানান রেজিস্টার খাতায় রেশমার নাম খুঁজে পাওয়া যায়নি।  রেশমা নামের কোনো রোগী ভর্তি হয়েছিলেন কি-না তাও তাদের জানা নেই।

রেশমার বাড়িওয়ালা মনছুর আহমেদ ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, “রেশমা ঘটনার দিন ৮টা ৫৫ মিনিটে ফোন করে জানান, তিনি গার্মেন্টস ধসে আটকা পড়েছেন। এর পর তার আর কোনো খোঁজ পাওয়া জায়নি। ১৭ দিন পর তার খোঁজ মেলে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এনামুলের স্ত্রী লিপি, প্রতিবেশি ধুপাডাঙ্গা হাইস্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, ধুপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম শাহিন প্রমুখ।  সূত্রঃ নতুন বার্তা
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World