ঝটপট মেক-আপ
আমরা মেয়েরা মেক-আপ করতে কে না পছন্দ করি? বর্তমানে যারা কলেজ বা র্ভাসিটিতে যাচ্ছেন তাদের প্রতি নিয়তই একটু না একটু মেক-আপ করতে হয়। তাই সবারই যেনে রাখা উচিত কিভাবে ঝটপট মেক-আপ করা যায়, কারণ আমাদের এই ব্যস্ত সময়ে মেক-আপের পেছনে বেশি সময় ব্যয় করা সম্ভব হয় না।
আসুন জেনে নিই ঝটডট মেক-আপের পদ্ধতি:
• প্রথমেই ময়শ্চারাইজার লাগান।
• স্কিন টোনের সঙ্গে ম্যাচিং ফেসপাউডার বা ফাউন্ডেশন লাগান।
• বেশি তাড়া থাকলে পাউডার ব্রাশ ব্যবহার করতে পারেন।
• চকচকে ভাব দূর করতে হালকা কমপ্যাক্ট লাগান।
• ঝটপট চোখে কাজল দিন।
• আই লাইনার দিতে চাইলে আইলাইনার লাগান।
• ম্যাচিং করে লিপস্টিক বা লিপগ্লস দিয়ে নিন।
• ড্রেসের সাথে ম্যাচ করে আপনার পছন্দ মতো একটি টিপ পরে নিন।
এভাবে মেক-আপ করে দেখুন, আপনার মেক-আপ পরিপূর্ণ হয়ে গেছে।
Post a Comment