ঈদকে সামনে রেখে উনারা খুব তৎপর

কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশের সিটটি খালি। একটি মেয়ে এসে
-ভাইয়া আমি কি জানালার পাশে বসতে পারি?
-হ্যা বসুন।

বাস ছাড়ার কিছুক্ষন পর মেয়েটির দুষ্ট দুষ্ট আচড়ন শুরু হলো। চুল বাধা, লিপস্টিক দেয়ার নাম করে বারবার আমার সাথে ধাক্কা লাগার চেষ্টা করছে। একটু পর ঘুমের ভাব করে আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জানালা দিয়ে আসা বাতাসের তোড়ে মেয়েটির চুল এসে আমার মুখে বার বার দোল খাচ্ছিল। রোমান্টিক এক মুহুর্...ত। আমি এদিক ওদিক তাকাই। লুকিয়ে কয়েকটা ছবি তুলি।

-ম্যাডাম কোথায় যাবেন? মেয়েটি আৎকে উঠে। ওড়না ঠিক করতে করতে বলে ঢাকা যাব।
-ভাইয়া আপনার বাড়ি কোথায়? কি করেন? আপনি অনেক স্মার্ট ইত্যাদি ইত্যাদি। একটু পর কাধে আবার ঘুমিয়ে পরে। তবে এবারের কাধে পরাটা আগেরটার চেয়ে আরেকটু ঢলোঢলো। অনেকটা জড়িয়ে ধরার মতো। আমার শ্বাশুড়ির পেটের আপন বউ পর্যন্ত কখনো আমাকে ধরে এভাবে ঘুমায়নি। হেভী রোমান্টিক স্টোরি, তাইনা? এরই মধ্যে আমার মোবাইলে একটি ফোন আসে। আমার কথা শুনে ও বুঝে যায় যাত্রাবাড়ি আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। মেয়েটির চেহারা কেমন যেন কালো হয়ে গেলো। কাউকে ফোন দিয়ে বলল। বস ভ্যান গাড়ী একটা না। ভ্যান গাড়ী দুইটা লাগবে। দুইটা কি ম্যানেচ করা যাবে? আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম ”দুইটা ভ্যান গাড়ী” মানে কি। মনে পড়ে যায় সেই গানটি ”টিকাটুলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে”। যারা গানটা শোনেননি শুনে নিবেন। আর যেখানে সেখানে যত্রতত্র প্রেমে হাবুডুবু খাবেন না। সেই যাত্রায় রক্ষা পেয়েছিলাম। সাবধানে থাকুন। অচেনা লোকদের দেয়া খাবারতো নিবেনই না প্রেমও গ্রহন করবেন না।


ভ্যানগাড়ি বলায় আমার মন অনেক খারাপ। আরে বলবি যদি বিমান বল, পাইলট বল। এই যেমন, বস পাইলট কিন্তু দুইটা। বিমান সামলানো যাবে তো।
ঈদকে সামনে রেখে উনারা খুব তৎপর। অসাবধান হলেই কিন্তু ভ্যানগাড়ি হয়ে যেতে হবে।
--- নাহিদ (মৌলিক)

Related Topics: bangla news, dangerous, eid, hack, কর্মক্ষেত্রে, সংবাদ, 
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World