চাঁদ দেখা ছাড়া আর কিভাবে বুঝবেন রোজা এসেছে?
-> চাঁদ উঠুক আর নাই উঠুক বিটিভির উপস্থাপিকাদের মাথায় বাঁকা চাদেঁর মতোই বাঁকা একটি ঘোমটা দেখা যাবে (যদিও সামনের অর্ধেক মাথা খালি)।
...
-> বাজারে কেনা কাটা করতে গিয়ে যদি দেখেন পুরুষ হওয়া সত্ত্বেয় আপনার মাথা ঘুরে আর বমি বমি লাগে।
-> দুষ্ট বাচ্চারা সারা বছর আপনার কথা না শুনলেও হঠাৎ তাদের মাঝে চরম ভদ্রতা দেখা যাবে। কারণ সামনেইতো সালামীর ব্যাপার স্যাপার।
-> রাত ৩টার সময় মিসকল পেয়ে মুরুব্বিদের রাগের বদলে খুশি হতে দেখা যাবে।
-> চারদিকে শুধু শুনবেন সংযম আর সংযম। কিন্তু ফজরের আগে আর মাগরিবের পরে একটু আশেপাশে ভালো করে তাকাবেন। সংযম কি জিনিস আর কত প্রকার যদি উদাহরনসহ বুঝে যান।
-> কাউকে সারা জীবন নামাজ না পড়লেও যদি মাথায় টুপি দিতে দেখা যায়।
-> মসজিদে গিয়ে যদি বুঝতে অসুবিধা হয় আজ মঙ্গলবার না শুক্রবার।
-> ছোট ছোট ক্যাচকি পোলাপাইনের মুখে কিম্ভুত কিমাকার কাটিং দাড়ি দেখা যাবে।
-> মানুষকে মুড়ির মতো মুড়ি খেতে দেখা যাবে।
-> মোবাইলে বল্টুকে তার প্রেমিকা, বান্ধবী অথবা এলাকার ছোটবোনকে আধা ঘন্টা ধরে সংযমের মাস রমজানে কথা কম বলার ফজিলত বোঝাতে দেখা যাবে।
এতো কিছু দেখার পরও যদি না বুঝেন রোজা এসেছে তবে মোবাইলের উচু টাওয়ারে উঠে চাঁদের বুড়িকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
Post a Comment