মোবাইলের জন্য ক্ষতিকর পুরো চার্জ

পুরো চার্জ মোবাইলের জন্য ক্ষতিকর


            মোবাইল ফোন বর্তমান সময়ে যোগাযোগের একটি বড় মাধ্যম। আর এই মোবাইল ফোন চার্জ নিয়ে মাঝে মাঝে পড়তে হয় নানান সমস্যায়। তাই আমরা যখন সুযোগ পাই তখনই মোবাইল ফোনটা একটু চার্জ দিয়ে থাকি আবার আমরা নতুন মোবাইল কিনলে তা কমপক্ষে ৮ ঘন্টা চার্জ দিয়ে থাকি কিন্তু এই ধারনা নিতান্তই ভুল দাবি করেছে বিশেষজ্ঞরা।
নতুন মোবাইল ফোন কয়েক ঘণ্টা ধরে চার্জ দেওয়ার যে ধারণা চালু আছে, তা ভুল। এতে হিতে বিপরীত হয়। মুঠোফোন ভালো রাখতে চাইলে, এর ব্যাটারির যত্ন নিতে হবে। ঠিকমতো চার্জ দিতে হবে।
এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, একটানা চার্জ দেওয়ার অভ্যাস ত্যাগ করা। একটানা অনেকক্ষণ ধরে চার্জ দিলে এমনকি ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে মনে করেছেন তারা।
মুঠোফোনের ব্যাটারির আয়ু ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, ব্যাটারির শতকরা ৫০ ভাগ চার্জ করা। কারণ, পুরো চার্জ দিলে ব্যাটারি গরম হয়ে যায়। এতে ব্যাটারির ধারণক্ষমতা ক্রমে কমতে থাকে। আবার চার্জ শূন্য রাখাও ভালো কথা নয়।
প্রযুক্তিবিদ এরিক লিমার বলেন, তবে মাসে একবার ব্যাটারির চার্জ শূন্য রাখা ভালো।
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World