নতুন এক গবেষণায় দেখা গেছে রাতে ঘুম ভাল না হওয়ার কারণে প্রায়ই দাম্পত্য কলহ বাঁধে। ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে খিটখিটে মেজাজ থাকে যেটা অল্পতেই স্বামী-স্ত্রীকে দ্বন্দ্বের দিকে ঠেলে দেয়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ঘুমহীন রাত্রি দাম্পত্য কলহকে চরমে নিয়ে যায়।
তারা জানান, অনেক সময় বিনা কারণে বা সামান্য কিছুতেই হাঙ্গামা চরমে পৌঁছায়। এর কারণ হল মানসিক অস্থিরতা যে ধারাবাহিক নির্ঘুম থেকে তৈরি হয়।
Related Topics: quarrel, dangerous, heart, kill, life style, marriage, tips, উক্তি, জীবনধারা, বিয়ে, ভালোবাসার
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ঘুমহীন রাত্রি দাম্পত্য কলহকে চরমে নিয়ে যায়।
তারা জানান, অনেক সময় বিনা কারণে বা সামান্য কিছুতেই হাঙ্গামা চরমে পৌঁছায়। এর কারণ হল মানসিক অস্থিরতা যে ধারাবাহিক নির্ঘুম থেকে তৈরি হয়।
Related Topics: quarrel, dangerous, heart, kill, life style, marriage, tips, উক্তি, জীবনধারা, বিয়ে, ভালোবাসার
Post a Comment