আমাকে দিয়ে কেউ ব্লু ফিল্ম বানাবে
সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রওনাত জানালেন, ছোটবেলা থেকেই তিনি প্রতিবাদী ছিলেন। বাবা ভাইয়ের জন্য খেলনা পিস্তল আর তার জন্য পুতুল আনলে, কঙ্গনা প্রতিবাদ জানাতেন। তিনি পরিবারের এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
একসময় বাবা-মার সাথে বনিবনা না হওয়ার কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কঙ্গনা। এরপর বলিউডে এসে অভিনয় করেন সুপারহিট মুভি ‘গ্যাংস্টার’ এ। বাড়িতে তার উদোম পিট দেখানোর দৃশ্য ও অনস্ক্রিন কিসিং দেখে পরিবার আরো ক্ষেপে যায় বলে জানালেন কঙ্গনা।
এরপর যখন তিনি মার্ডার ছবির পরিচালক অনুরাগ বসুর সাথে কাজ করার কথা তার মাকে জানান, তখন তার মা আরো বেশি ভয় পেয়ে যান। কঙ্গনার ভাষায়, ‘আমার বয়স তখন কম ছিল। আমি অনুরাগের সাথে কাজ করার কথা জানালে, মার ধারণা হয় আমাকে দিয়ে কেউ ব্লু ফিল্ম বানাবে।’
তবে তিনি সফল হলে পরিবার তার কাজকে স্বীকৃতি দেয় বলে জানালেন কঙ্গনা। তিনি অভিমান করে বলেন, ‘যখন আমি একা এই ইন্ডাস্ট্রিতে আসি তখন কেউ সাথে ছিল না। আত্মীয়স্বজনরা মা-বাবাকে আরো বিগড়ে দিচ্ছিলেন। অথচ যখন আমি অভিনয় করে সফল হলাম, তখন তারা সবাই আমার পাশে এসে দাঁড়ালো।’ সুত্রঃ zoombangla
Post a Comment