:: বিজ্ঞান ও প্রযুক্তি ::
স্মার্ট ফোনের সব কায়দাকে পেছনে ফেলে সম্প্রতি সবাইকে এ নতুন ফিচারের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মাইক্রোম্যাক্স। শুধুমাত্র একটি চুমুতে খুলে যাবে মাইক্রোম্যাক্সের এ নতুন ফোনের স্ক্রিন লকের রুদ্ধ দ্বার। স্মার্ট ফোনের জগতে, স্ক্রিন আনলক করার হাজারো ফিচারের মধ্যে এটিই সবচেয়ে নতুন।
এতদিন অন্যান্য স্মার্ট ফোনটি আনলক করেছেন আপনার ছবি, চোখের চাহনি অথবা হাতের বিশেষ কোনো পদ্ধতিতে। এবারে ঠোঁটের সেনসরটিকে নিয়ে 'মাইক্রোম্যাক্স ক্যানভাস-৪' খুলে দিবে লক করা স্ক্রিন।
এছাড়াও স্যামসাঙ-এর গ্যালাক্সি ৪ থেকে নেওয়া ভিডিও আই ট্র্যাকিং ফিচারটি পাবেন এই ক্যানভাস ৪-এ। মানে, কোনও ভিডিও চলাকালীন, চোখ সরালেই সেনসরে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি। ফের চোখ ফিরিয়ে তাকালেই নিজে থেকে চলতে থাকবে ভিডিওটি ‘রিজিউম’ করে।
আর কিছু ভাববেন না। কাছের মানুষটি যদি চুম্বনে নারাজ থাকে, ক্ষতি নেই, মন মিটিয়ে চুমু খান আপনার প্রিয় স্মার্টফোনকেই!
Post a Comment