সাজ-সজ্জায় বদভ্যাস!


সাজগোজে মেকাপের ভূমিকা অপরিহার্য। তবে মনে রাখতে হবে যত দামী বা ভালো কোম্পানির মেকাপই হোক না কেন তা আপনার ত্বকের বন্ধু না। তাই যত তাড়াতাড়ি সম্ভব মেকাপ তুলে ফেলুন। সাথে সাথে নিচের বদভ্যাস গুলো পরিহার করুন।

এক
... গোসলখানায় প্রসাধনী রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয় কিন্তু এ কাজটি আমরা অনেকেই করে থাকি । গোসলখানার আর্দ্রতা ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে যা ফাউন্ডেশন, আই শ্যাডো ও অন্যান্য মেকাপ সরঞ্জামের ক্ষতিসাধন করে । কাজেই প্রসাধন সামগ্রী সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিৎ ।

দুই
নিয়মিত মেকাপ ব্রাশগুলোকে পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা অনেকেই অবহেলা করে থাকি কিন্তু অপরিচ্ছন্ন ব্রাশ আমাদের ত্বকের ক্ষতি করে । ব্রাশ পরিষ্কার করার জন্য বেবি শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করা যেতে পারে । রাতের বেলা পরিষ্কার করে রাখলে সারারাত ধরে ব্রাশগুলো শুকিয়ে যাবে, সকাল বেলায় আপনার শুকানোর জন্য আর অপেক্ষায় থাকতে হবে না । তবে ব্যবহার করুন আর নাই করুন সপ্তাহে একদিন নিয়ম করে মেকাপ ব্রাশগুলো পরিষ্কার করুন ।

তিন
মুখে খুব দ্রুততম সময়ে ব্রণ ওঠার একটি একটি কারন হোল মেকাপ নিয়ে ঘুমিয়ে পড়া। এ কাজটি কখনোই করা উচিৎ না । বাইরে থেকে এসে আপনি যদি খুব টায়ার্ড হয়ে পড়েন তাহলে মেকাপ রিমুভারটা বিছানার কাছেই রেখে দিতে পারেন । খেয়াল রাখবেন রিমুভারে যাতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইযার ও ভিটামিন ই থাকে । আপনার বিছানা সব সময়ে পারিষ্কার রাখবেন। নোংরা বিছানায় ঘুমালেও মুখে ব্রণ উঠতে পারে।

চার
মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক । মেয়াদ ফুরিয়ে যাওয়া মাত্রই আপনার প্রসাধনীটি ফেলে দিন তা সে যত দামী বা সাধেরই হোক না কেন । সাধারণত, প্রসাধনসামগ্রীর মেয়াদ এক বছর থাকে, তবে মাশকারার মেয়াদ হয় ৩ মাস ।

Related Topics: bad, care, health, life, life style, tips, মেক আপ, রূপচর্চায়, স্বাস্থ্য
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World