বাংলাদেশ হ্যাকারদের পছন্দের ৭ নম্বরে আছে
যু্ক্তরাষ্ট্র বা চীনের নাম সর্বাগ্রে চলে আসে বিশ্বে যখন বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা সংবাদের শিরোনাম হয়, অধিকাংশ ক্ষেত্রে । তবে মস্কোভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব বলছে, চীন বা যুক্তরাষ্ট্র নয়, পূর্ব ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই হ্যাকারদের 'পছন্দের' শীর্ষে রয়েছে। অনলাইনে সবচেয়ে বেশি হামলার শিকার হয়- ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি এমন ২০টি দেশের একটি তালিকা করেছে । তালিকাটি গত বুধবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতিভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ক্যাসপারস্কি ল্যাবের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ৫৯ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী কোনো না কোনো ভাবে অনলাইন আক্রমণের শিকার হন। তবে এ তালিকার পরবর্তী নামগুলো একটু বিস্ময়করই। তালিকার দুই থেকে ছয় নম্বরে থাকা দেশগুলো হচ্ছে- তাজিকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কাজাকস্তান, বেলারুস। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাজিকিস্তানেও ৫৯ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হন। এছাড়া আজারবাইজানে ৫৭, আর্মেনিয়ায় ও কাজাকস্তানে ৫৬ এবং বেলারুসে ৫২ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী অনলাইনে হামলার শিকার হন। বাংলাদেশ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে । ক্যাসপারস্কি ল্যাব ২০টি দেশের মধ্যে ৭ নম্বরে থাকা বাংলাদেশের ৫২ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী অনলাইন হামলার শিকার হয়। বাংলাদেশের পরেই হ্যাকারদের পছন্দের তালিকায় রয়েছে যথাক্রমে শ্রীলংকা, ভারত ও সুদান। এ তিনটি দেশেই ৫১ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী অনলাইনে হামলার শিকার হন।
২০ দেশের এই তালিকায় যুক্তরাষ্ট্র ১৯ নম্বরে থাকলেও চীনের জায়গাই হয়নি। ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৫ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী হ্যাকারদের কবলে পড়েন। সূত্রঃ banglafamily
Post a Comment