অনলাইনে টিপস নিয়ে বাবা-মাকে খুন!
অনলাইনে খুনের সহজপাঠ। আর সেই পাঠ নিয়ে নিজের বাবা, মাকেই খুন করে বসল এক যুবক। সাইট থেকে খুনের টিপস নিয়ে বাবা-মাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলো এক ইহুদি যুবক। কারণ তার কম্পিটার পরীক্ষা করে দেখা যায় একাধিক বার সে খুনের পদ্ধতি অনুসন্ধান করেছে ইন্টারনেটে। এমনকি কিভাবে 'বাবা-মাকে মারবেন এবং সেই খুনের দায় থেকে মুক্তি পাবেন' এই সংক্রান্ত তথ্যও সে খুঁজেছে বিভিন্ন সাইটে। সোমবার অভিযুক্ত ওই যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইজরায়েলি আদালত।
জোড়া খুনের ঘটনাটি ঘটে ২০১১ সালে। ২৯ বছরের ডানিয়েল মোজ জুয়ায় বড় পরিমাণ টাকা হারে। বড় অঙ্কের ঋণের বোঝা তার মাথায় এসে পড়ে। এরপরই সে বাবা-মায়ের কাছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি অংশ দাবি করে। বাবা-মা তাকে সেই পরিমাণ অর্থ দিতে রাজি হননি। তখন বাবা-মাকে মেরে তার যমজ ভাইকে ফাঁসিয়ে সম্পত্তি হাতাবার পরিকল্পনা করে। একাধিক অনলাইন সাইটে বারবার খুনের টিপস নেয়। শেষ পর্যন্ত বাবা-মাকে ছুরি মেরে খুন করে ওই যুবক।
কিন্তু মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে হিমশিম খেতে হয় আইনজীবীদের। তাদের সামনে মামলাটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। নিখুঁত তদন্তের পর ডিএনএ ও ফরেনসিক পরীক্ষায় ঘটনাস্থলে অভিযুক্তের উপস্থিতির প্রমাণ মেলে। কিন্তু সেক্ষত্রে সে তার যমজ ভাইয়ের নামে দোষ চাপাতে থাকে অভিযুক্ত। শেষ পর্যন্ত আদালত কিছু শারীরিক তথ্যপ্রমাণ ও কম্পিউটারে পাওয়া তথ্যের ভিত্তিতে মোজকে দোষী সাব্যস্ত করে।
মোজের কম্পিউটার ঘেঁটে দেখা যায় 'সাবান কি ছুরিতে লেগে থাকা ডিএনএ পরিষ্কার করতে পারে' এছাড়া 'উত্তরাধিকারের জন্য খুন' এই বাক্যগুলি দিয়ে সে বারবার অনুসন্ধান করেছে। যদিও মোজের সাফাই, তিনি 'শিক্ষমূলক কৌতূহল'-এর কারণেই এগুলি অনুসন্ধান করেছেন। কিন্তু সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তাকে লাগাতার জেরা করা হয়। জেরার সময়ই তার কাছে থেকে জোড়া খুন নিয়ে অনেক সূত্র পায় পুলিশ। সেই মতো চার্জশিট গঠন করা হয়। তারপর ড্যানিয়েলের সাজা ঘোষণা করে আদালত। সূত্র: ওয়েবসাইট।
সূত্রঃ নতুন বার্তা
Post a Comment