চীনে বয়ফ্রেন্ডকে স্বামীর সমতুল্য ধরা হয়

চীনে bf/ gf ব্যাপারটা সামাজিকভাবে স্বীকৃত [বয়ফ্রেন্ডকে স্বামীর সমতুল্য ধরা হয়]


            চৈনিক ছেলেরা তাদের gf এর বাড়িতে গিয়ে জামাই আদরে থাকে. আমার এক ফ্রেন্ড সে সেনাবাহিনীর ক্যাপ্টেন, গত শীতের ভেকেশনে সিচুয়ানে তার gf এর বাড়িতে ১ মাস থেকে এসেছে, চৈনিক বাবা-মা তাদের মেয়ের bf কে জামাই আদরে আপ্যায়ন করে. CNC ল্যাবের অন্য এক ফ্রেন্ড সে ji-lin প্রদেশে অবস্হিত তার gf এর বাড়িতে ৩ বার গিয়েছে, কখনও ৭দিন কখনও ১০ দিন থেকেছে.

সামাজিক অনুষ্ঠান যেমন- বিবাহ বা আমাদের দেশের ঈদের মত চৈনিক বড় আনন্দ অনুষ্ঠানগুলোতে প্রাপ্তবয়স্ক কোন ছেলে-মেয়ে যদি একা যায় তাহলে সেটা খুব খারাপ দেখায়. যেমন- আমাদের দেশে ২৫ বা এর বেশি বয়সের কোন মেয়ে বিয়ের অনুষ্ঠানে স্বামী ছাড়া একা গেলে তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়.

পিএইচডিতে অধ্যয়নরত আমার এক ফ্রেন্ড, সে এক বিয়ের অনুষ্ঠানে যাবে কিন্তু তার gf নাই অগত্যা তার পরিচিত এক মেয়েকে gf বানিয়ে নিয়ে গেছে মান সম্মান বাঁচাতে.

এই আচানক পৃথিবীর ওপেন সোসাইটিতেও কিছু কিছু দূর্ভাগা মেয়ে আছে যাদের bf/ হাজব্যান্ড নাই, এধরনের চৈনিক মেয়েদের বিপদ একটু বেশিই. Chinese new year/ spring festival এর ছুটিতে ২৮/৩০/ এর বেশি বয়সের মেয়েরা যখন বাড়িতে যায় বাবা-মা/আত্নীয় স্বজনের সান্নিধ্য পেতে তখন মান-সম্মান বাঁচাতে কোন উপায় না পেয়ে পরিচিত কোন ছেলেকে হয়ত ম্যানেজ করে bf বানিয়ে নিয়ে যায় আর তাও যদি না পারে সেক্ষেত্রে অনলাইন market taobao.com থেকে bf ভাড়া করে নিয়ে যায়.

আমি প্রথম যখন চীনে আসি তখনই লজ্জার মধ্যে পড়েছিলাম. আমার ল্যাবমেট [এমএসসি তে অধ্যয়নরত ছিল এখন Chinese satellite corporation এ জব করে ] তার বাসায় নিয়ে গেছে, তার বৌ ডাক্তার. তারা দুজন মিলে রান্না বান্না করে ভালভাবেই আপ্যায়ন করেছে. পরেরদিন ল্যাবে সে আমাকে তার ইংরেজিতে লেখা CV টা চেক করতে বলছে, ওতে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল লেখা দেখে টাস্কিত ! জিজ্ঞেস করলাম তাহলে তোমার বাসায় যে মেয়েকে দেখলাম সে কি তোমার বৌ না!!! সবাই হো হো করে হেসে উঠেছিল. কয় আমি স্টুডেন্ট মানুষ, এত তাড়াতাড়ি কেন বিয়ে করব, ঐ ডাক্তান্নী তার gf; উত্তরে আরো জানাল, চীনে যেসব MSc/ Phd স্টুডেন্ট তথা প্রাপ্তবয়স্ক পোলামাইয়্যারা স্বচ্ছল তারা বাসা ভাড়া করে জামাই বৌয়ের মত একত্রে থাকে যদিও ইউনির ডরমে তাদের রুম আছে.

চীনে স্বামী-স্ত্রী ও bf-gf এর মধ্যে একটাই তফাৎ এরা বাচ্চা নিতে পারে না কেননা সেক্ষেত্রে সরকারী অফিসের লিস্টে নাম লিপিবদ্ধ থাকতে হয় আর এই নাম লিপিবদ্ধ করলেই স্বামী-স্ত্রী. এছাড়া আর কোন তফাৎ নেই, bf-gf সামাজিকভাবে স্বীকৃত রিলেশন.
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World