হজ্ব পালন করবেন জাফর ফরাজী বাইসাইকেলযোগে!

বাইসাইকেলযোগে হজ্ব পালন করবেন জাফর ফরাজী!



           জাফর ফরাজীর আশা কি পূরণ হবে ? তার জীবনের শেষ চাওয়া বাই-সাইকেল যোগে পবিত্র হজ্ব পালন করা। বাই-সাইকেল যোগে হজ্ব পালনে তার প্রয়োজন ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ও সৌদি আরবের ভিসার।

এ ভিসার জন্য প্রায় এক বছর আগে তিনি স্বরাষ্ট্র, নৌ, বিমান ও পর্যটনসহ আট মন্ত্রী প্রতিমন্ত্রীর সুপারিশকৃত আবেদনপত্র জমা দিয়েছেন পরারাষ্ট্র মন্ত্রণালয়ে।

এদিকে বাই-সাইকেল যোগে সুদূর সৌদি আরব যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে তিনি ইতিমধ্যে দেশের ৬৪ জেলায় বাই-সাইকেল চালিয়ে দুই বার ভ্রমণ করেছেন বলে জানা গেছে।

জাফর ফরাজী মাদারীপুর জেলার কালকিনী থানার পূর্ব কমলাপুর গ্রামের মৃত আলম ফরাজীর ছেলে। সরকারের কাছে তার দাবি বাই-সাইকেলযোগে হজ্ব পালনের সুযোগ দেওয়া। এই ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন।

জানা গেছে, ষাট বছর বয়সী বৃদ্ধ জাফর ফরাজী সাত ভাই বোনের মধ্যে দ্বিতীয়। ১৯৬৪ সালে নারায়নগঞ্জ বন্দর কদমরসুল এলাকার একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন। এরপর অভাব অনটনের কারণে আর লেখাপড়া করতে পারেননি তিনি। জীবন ও জীবিকার প্রয়োজনে বেছে নেন টেইলারিংয়ের কাজ। পূর্ব কমলাপুরে ফিরে একটি টেইলারিংয়ের দোকান দেন।

এর পর তিনি বিয়ে করেন। বর্তমানে পাঁচ সন্তানের জনক তিনি।

সংসারের প্রতি উদাসিন জাফর ফরাজী নিজেকে সব সময় সমাজ সেবায় নিয়োজিত রাখতে ভালবাসতেন। জাফর ফরাজী দরিদ্র হলেও মানসিকভাবে অত্যন্ত সহজ সরল ও বড় মনের মানুষ।

জানা গেছে, ২০০৮ সালে জাফর ফরাজী বাড়ি-ঘর, জায়গা-জমি, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে ওই অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট সংস্কার কাজে ব্যয় করেন। পরিবেশ রক্ষার্থে এলাকার বিভিন্ন খাল-বিল, পুকুর ডোবা-নালা সংস্কার করে তা ব্যবহারোপযোগী করে তুলেন। বৃক্ষরোপন করেছেন বিভিন্ন রাস্তার পাশে। নিজে একজন দরিদ্র অসহায় মানুষ হয়েও সমাজ সেবায় তাকে কেউ আটকে রাখতে পারেনি।
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World