কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ভয়ঙ্কর অন্ধকার জগতে

ভয়ঙ্কর অন্ধকার জগতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা


মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ১৮ জুন বারিধারা থেকে আন্তর্জাতিক মাদক পাচারকারী দলের সদস্য সাবরিনা (৩০) ও সাদিয়াকে (২৫) গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ ১০ জুন পশ্চিম রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে ফারজানা আক্তার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ ৭ জুন হাতিরঝিল এলাকা থেকে কথিত মডেল রেজোয়ানা খালেদ ইমাকে (৩০) গ্রেফতার করে। বহুরূপী এই প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এডিসি মাহফুজুল ইসলাম বলেন, ‘নারীদের মধ্যে অপরাধ প্রবণতা কম থাকলেও এখন তা বাড়ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অধিকাংশ নারীই অত্যন্ত স্মার্ট। পরিবারের অর্থনৈতিক সমস্যা ও অল্প দিনে বেশি টাকা রোজগারের অভিপ্রায় তাদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। নারীদের এ পথ থেকে ফিরিয়ে আনতে হলে সচেতনতা বাড়াতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।’
র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। মাদক বহনে তাদের বেশি নিরাপদ মনে করা হয়।
তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যা ও লোভের বশে নারীরা অন্ধকার জগতে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি ও গণসচেতনতা বাড়িয়ে এটা প্রতিরোধ সম্ভব।’ সূত্রঃ ডিজিটাল বাংলা বগ্ল
Share this post :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | N Hassan | Winter Hassan
Copyright © 2013. BD World 21 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Online World