
একটি ছেলের বয়স যখন ৮, তখন সে রাস্তায় একটি মেয়ের ছবি পেলো। মেয়েটার ছবি দেখে তার ভালো লাগলো এবং সে মেয়েটার প্রেমে পড়ে গেল,তাই সে ছবিটা সাথে করে নিয়ে গেলো। কিন্তু মেয়েটাকে খুজে পেলো না। এক সময় সে বিয়ে করলো। কিন্তু ছবিটা সে তখনও তার সাথে রাখতো। কারন মেয়েটাকে তার খুব ভালো লেগেছিল। একদিন তার স্ত্রী ছবিটা পেয়ে গেলো এবং জিজ্ঞাস করল তুমি এটা কোথায় পেয়েছ? সে বলল, আমি যখন ৮ বছরের ছিলাম, তখন ছবিটা রাস্তায়ে পেয়েছিলাম। মেয়েটাকে আমার ভালো লেগেছিল, তাই ছবিটা নিয়ে আসছিলাম। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো ? তার স্ত্রী বলল,আমি যখন ৭ বছরের ছিলাম,তখন ছবিটা হারিয়ে গিয়েছিল...।।
Post a Comment